অরক্ষণীয়া ( ARAKSHANYA )- শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
একনজরে অরক্ষণীয়া
অরক্ষণীয়া গল্পে শরৎচন্দ্র দেখিয়েছেন সনাতন গ্রাম্য জীবনের ছবি । যেই সমাজ অত্যন্ত কঠোর অনুশাসনে বদ্ধ।এই গল্পের মধ্যে দিয়ে লেখক দেখিয়েছেন যে একটি বিবাহযোগ্যা কন্যা সঠিক সময়ে পাত্রস্থ না হওয়ায় তার পরিবারকে কিভাবে পদে পদে বিরম্বণায় পড়তে হয় ।লেখক তার অরক্ষণীয়া গল্পে শ্রীহীন এক মেয়েকে নিয়ে দরিদ্র মায়ের অসহায় দিনগুলি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন ।
- পেজ-৩৮
- সাইজ- ০.১৬ এমবি
- লেখক - শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৫ সেপ্টেম্বর ১৮৭৬ - ১৬ জানুয়ারি ১৯৩৮) ছিলেন একজন বাঙালি লেখক, ঔপন্যাসিক, ও গল্পকার। তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় এবং বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক। তার অনেক উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোতে অনূদিত হয়েছে। বড়দিদি (১৯১৩), পল্লীসমাজ (১৯১৬), দেবদাস (১৯১৭), চরিত্রহীন (১৯১৭), শ্রীকান্ত (চারখণ্ডে ১৯১৭-১৯৩৩), দত্তা (১৯১৮), গৃহদাহ (১৯২০), পথের দাবী (১৯২৬), পরিণীতা (১৯১৪), শেষ প্রশ্ন (১৯৩১) ইত্যাদি শরৎচন্দ্র রচিত বিখ্যাত উপন্যাস।বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার দরুন তিনি 'অপরাজেয় কথাশিল্পী' নামে খ্যাত। (বিস্তারিত- উইকিডিয়া)
বইটিতে শরৎচন্দ্র স্যার অন্তত করুন রসাত্মক ভাবে গ্রামীণ কুসংস্কারাচ্ছন্ন পরিবেশকে তুলে ধরেছেন। তার সাথে আছে মাতৃস্নেহ ।মা তার শেষ পর্যন্ত সন্তান কে আগলে রেখেছেন। সমাজকে তোয়াক্কা না করে। তবে উপন্যাসের শেষ দিকে রয়েছে মোড় ফেরানোর সম্ভাবনা। বইটি অবশ্যই খুব ই ভালো একটি রচনা
ReplyDeleteঅসাধারণ স্পয়লার বিহীন রিভিউ
Delete