বই রিভিউ লিখে আয় করুন, বাংলা বই Review করে আয় করার সাইট

বই মানুষের পরম বন্ধু। বই পড়া আমাদের অনেকেরই শখ। কিন্তু সবাই যে সব বই পড়ে আনন্দ পাবে, তা কিন্তু নয় কারণ, আমাদের প্রত্যেকের টেস্ট ভিন্ন। তাই আমাদের একটি বই পড়া শুরু করার আগে দেখে নেওয়া দরকার বইটি আসলেই আমার মনের চাহিদা মেটাতে পারবে কি না! আপনি যেধরনের বই পছন্দ করেন, বইটি আদৌ সেরকম কি না!

তাছাড়াও লেখকের লেখার মান, পাঠককে এংগেজ করতে পেরেছে কি না সেসব বিষয়ও জরুরী। আর এইসবকিছু জানার একমাত্র উপায় হলো বই রিভিউ।

বই রিভিউ টিম বিশ্বাস করে আমরা একটি পাঠক পরিবার। তাই একটি বই পড়ে কেমন লাগলো, পরিবারের অন্য কারো পড়া উচিৎ কি না! এসব পরস্পরের সাথে শেয়ার করা উচিৎ।

বর্তমানে সামাজিক মিডিয়ার হাত ধরে ব্যাঙের ছাতার মতো লেখক উঠে আসছে। কিন্তু আমরা চাই এসবের মধ্য থেকে ফিল্টার করে সেরা লেখক এবং সেরা বইটি সর্বস্তরে সবার হাতে পৌছে যাক।

ভালো লেখকদের লেখা আরো বেশি পাঠকের কাছে পৌঁছে দিতে। বাংলার সত্যিকারের লেখকদেরকে সবার সামনে তুলে ধরতে চাই।

একজন পাঠক বই পড়ার সাথে সাথে যেভাবে বইটি মূল্যায়ন করতে পারবেন, অন্য কেউ এতটা ভালোভাবে করতে পারবেন বলে আমরা বিশ্বাস করিনা।

তাই আমরা চাই, আমাদের প্রতিটি পাঠক তার কলম ‍হাতে উঠাক, হয়ে উঠুক একজন সমালোচক ও লেখক। যার মূল্যবান মতামত অন্য পাঠককে ভালো বইটি বেছে নিতে সাহায্য করবে।

বাংলা বই রিভিউ লিখে আয় করার সাইট

বই রিভিউ কিভাবে করবো?

একজন ভালো লেখক হওয়ার জন্য  প্রচুর বই পড়তে হয়। আর আপনি অলরেডি একজন বই প্রেমিক। তাই একটা বই পড়ে তার সম্পর্কে দুই চার লাইন লেখা কোনো কঠিন বিষয় হওয়ার কথা নয়। 

তারপরেও বই রিভিউ সাইট তথা পরিবারের সকলের লেখার মধ্যে যেন সামঞ্জস্য থাকে সেইদিক বিবেচনায় রেখে আমরা একটা ফর্ম্যাট ঠিক করেছি। নিচের ফর্ম্যাট টি অনুসরণ করার পাশাপাশি প্রতিটি রিভিউ ফাইলে সর্বনিম্ন ৩৫০ শব্দ থাকতে হবে, নইলে পাবলিশ করা হবেনা।

বই: দেবদাস - শরৎচন্দ্র চট্রোপাধ্যায় ( Devdas by Sarat Chandra Chattopaddhay )

লেখক পরিচিতি:

সারসংক্ষেপ: [অনধিক ২০০ শব্দের, স্পয়লার বিহীন]

রিভিউ:

পার্সোনাল রেটিং:

বই রিভিউ করে কত টাকা আয় হবে?

বই রিভিউ লিখে কত টাকা আয় হবে তা নিশ্চয়ই বলবো। কিন্তু এটাকে যদি আপনি কাজ মনে করে থাকেন, তাহলে যে সম্মানী দেওয়া হবে তাতে পোষাবেনা। 

আসলে বই রিভিউ লেখার যেকারো দ্বারা সম্ভব না। যদি না আপনি আসলেই বইটি পড়ে থাকেন। তাই আমরা আপনার জ্ঞানকে ভাগ করে নেওয়ার জন্য একটা প্লাটফর্ম দেওয়ার চেষ্ট করছি।

তাছাড়া যারা শখ বই পড়া, সিই পাঠককে টাকা দিয়ে সম্মানিত করার সাহস দেখানোর মতো দুঃসাহস আমাদের নেই। 

তবে লেখার জন্য আপনার খাতা কলমের একটা খরচ বাবদ আমরা প্রতিটি পাবলিশড রিভিউ লেখার জন্য ২০৳ করে দিবো।

কিভাবে টাকা পাব?

বই রিভিউ ফাইলের সাথে বিকাশ কিংবা নগদ নাম্বার যুক্ত করে দিতে হবে। যদি রিভিউটি পাবলিশ করা হয়, তবে সাথে সাথেই বই রিভিউ পরিবারের পক্ষ থেকে  ২০৳ উপহারস্বরূপ পৌঁছে যাবে।

কতটি রিভিউ জমা দিতে পারবো?

আপনার পড়া বই নিশ্চয়ই কম নয়, তাই টোটাল কতটি কিংবা প্রতিদিন কতটি জমা দিতে পারবেন এবিষয়ে আমরা কোনো রেস্ট্রিকশান দেইনি। আপনি যত ইচ্ছা পাঠাতে পারেন, তবে অবশ্যই বই পড়ার পরেই মতামত লিখে পাঠাবেন। কারণ আপনার একটি ভুল মতামত মারত্মক প্রভাব সৃষ্টি করতে পারে।

যে বই নিয়ে রিভিউ লেখা হয়েছে, সেটি নিয়ে লেখা যাবে?

আপনি কি রিভিউটার সাথে সহমত নন? তাহলে কমেন্ট করুন, বেশিরভাগ পাঠক রিভিউটার সাথে দ্বিমত পোষণ করলে সেটি নামিয়ে ফেলা হবে। কেবল তখনই আরেকটা রিভিউ পাঠাতে পারবেন। অর্থাৎ একই বই নিয়ে একাধিক রিভিউ পাবলিশ করা হবেনা।

বই রিভিউ ফাইল কিভাবে পাঠাবেন?

বই রিভিউটি আমাদের ফরম্যাট অনুসরণ করে লিখে ফাইলটি ডকুমেন্ট আকারে সেভ করে নিন। ফাইলটি আমাদের মেইল itsomoy.co@gmail.com  ঠিকানায় পাঠিয়ে দিন। 

ফাইলের সাথে যা যা যুক্ত করবেন:

  • পূর্ণাঙ্গ নাম
  • ফেসবুক/লিঙ্কডইন আইডি লিঙ্ক
  • বিকাশ/নগদ নাম্বার

নোট: বই রিভিউ এবং পাঠকদের স্বার্থে যেকোনো সময় উপরের যেকোনো নিয়ম পরিবর্তন, পরিমার্জন করার অধিকার সংরক্ষিত।

Comments

Archive

Contact Form

Send