বামুনের মেয়ে (BAMUNER MEYE)

শরৎচন্দ্রের উপন্যাস, বা্ংলা বই ডাউনলোড, বাংলা পিডিএফ, Sharatchandra, Sharatchandra chatrapaddhay, bangla boi download

একনজরে বামুনের মেয়ে  (BAMUNER MEYE)

বামুনের মেয়ে উপন্যাসে শরৎচন্দ্র নিম্নমানের জাতি বৈষম্যবাদকে তুলে ধরতে চেয়েছেন, যা সমাজকে দূষিত ও সংক্রামিত করে তুলেছিল সে সময় । এই সমাজ ব্যবস্থায় প্রেম-ভালবাসা নিতান্তই গুরুত্বহীন; যেখানে ব্যক্তি মানুষের উদারতা নির্ধারিত হয় তার সামাজিক অবস্থান দিয়ে এবং জাতিভেদ প্রথা কিভাবে মনুষ্য সমাজকে অবদমিত করে তাই কথাসাহিত্যিক এখানে বর্ণিত করেছেন । বামুনের মেয়ের একটি উল্লেখযোগ্য চরিত্র রাসমণি । এই রাসমণি একই সঙ্গে প্রচুর- নিষ্ঠুর, লোভী এবং কুসংস্কারাচ্ছন্ন ।  সেই সময়ের ধ্যান ধারণা, সমাজ ব্যবস্থা সম্পর্কে জানতে বইটর তুলনা নেই ।  


  • প্রকাশকাল- ১৯৩৪
  • পেজ-৫৫
  • সাইজ- ০.২৯ এমবি
  • লেখক - শরৎচন্দ্র চট্রোপাধ্যায়

লেখক পরিচিতি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৫ সেপ্টেম্বর ১৮৭৬ - ১৬ জানুয়ারি ১৯৩৮) ছিলেন একজন বাঙালি লেখক, ঔপন্যাসিক, ও গল্পকার। তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় এবং বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক। তার অনেক উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোতে অনূদিত হয়েছে। বড়দিদি (১৯১৩), পল্লীসমাজ (১৯১৬), দেবদাস (১৯১৭), চরিত্রহীন (১৯১৭), শ্রীকান্ত (চারখণ্ডে ১৯১৭-১৯৩৩), দত্তা (১৯১৮), গৃহদাহ (১৯২০), পথের দাবী (১৯২৬), পরিণীতা (১৯১৪), শেষ প্রশ্ন (১৯৩১) ইত্যাদি শরৎচন্দ্র রচিত বিখ্যাত উপন্যাস।বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার দরুন তিনি 'অপরাজেয় কথাশিল্পী' নামে খ্যাত। (বিস্তারিত- উইকিডিয়া)

Download বামুনের মেয়ে by শরৎচন্দ্র চট্টোপাধ্যায় । BAMUNER MEYE bangla book is from the category of Sarat Chandra Chattopadhyay.

 ডাউনলোড 





Comments

Archive

Contact Form

Send